× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘টিকিট কালোবাজারির বিষয়ে আমাদের ছিল জিরো টলারেন্স’

ডেস্ক রিপোর্ট

৩০ মার্চ ২০২৫, ১২:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

এবারের ঈদযাত্রা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, "আমি অনেক খুশি। মনে হচ্ছে, আপনারাও অনেক খুশি, কারণ এবার ঈদযাত্রা খুব ভালো হচ্ছে। আর কালোবাজারির বিষয়ে আমাদের ছিল জিরো টলারেন্স।"

আজ (৩০ মার্চ) সকালে ঈদযাত্রা উপলক্ষে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "স্টেশন ঘুরে দেখেছি, ট্রেনগুলো নির্ধারিত সময়ে চলে গেছে। কোনো ট্রেনেই দেরি হচ্ছে না। দ্বিতীয়ত, এখানে কোনো কালোবাজারি হচ্ছে না এবং টিকিট পেতে কোনো সমস্যা হচ্ছে না। এখানে ২৫ শতাংশ টিকিট স্ট্যান্ডিং দেওয়া হয়, এবারে সেটাও দেওয়া হয়েছে। ঈদের সময় সবাইকে পরিবহন করতে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার নেওয়া হচ্ছে।"

ট্রেনের ছাদে যাত্রীদের উঠতে নিয়ে তিনি বলেন, "অনেকে শেষ মুহূর্তে ছাদে উঠে যান, এবং যখন তাদের নামাতে যাই, তখন দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য কিছু যাত্রী ছাদে ওঠেন।"

তিনি আরও বলেন, "যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা অনেক খুশি। তারা খুব স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারছেন। অনেকেই তাদের দাদা-দাদি বা নানা-নানির সঙ্গে ঈদ করতে যাচ্ছেন।"

শিডিউল বিপর্যয়ের বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, "শিডিউল বিপর্যয়ের ব্যাপারে আমাদের মেকানিজম ছিল। এই বিষয়ে আমাদের ছিল জিরো টলারেন্স। আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি। রেলের কর্মকর্তাদের সতর্ক করে নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে তারা দায়িত্ব সঠিকভাবে পালন করেন। গতবারের মতো রেলের কর্মকর্তারা কালোবাজারির সঙ্গে যুক্ত হয়নি, আল্লাহর রহমতে এবার কেউ জড়িত হয়নি।"

এ সময় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, ঢাকা বিভাগের রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.