× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুরাতন বাণিজ্য মেলার মাঠ প্রস্তুত; হবে ঈদ মিছিল-মেলা

৩০ মার্চ ২০২৫, ১২:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। নামাজ আদায়ের পর আয়োজন করা হবে ঈদ মিছিল ও ঈদ মেলা। এবারের ঈদুল ফিতর উদযাপন হবে মোঘলীয় আমেজে, এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। 

আজ (৩০ মার্চ) আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। 

ডিএনসিসি প্রশাসক বলেন, "দূরত্ব, গাড়ি পার্কিংসহ নানা কারণে উত্তর ঢাকার বাসিন্দারা জাতীয় ঈদগাহে যেতে পারেন না। তাই বড় জামাতের চাহিদা বিবেচনায় লক্ষাধিক মুসল্লির ধারণক্ষমতা রেখে এই আয়োজন করা হয়েছে।"

এবারের জামাতে নারীরাও অংশগ্রহণ করবেন। ঈদের নামাজ হবে সকাল সাড়ে ৮টায়, এরপর সংসদ ভবন পর্যন্ত সম্মিলিত ঈদ মিছিল অনুষ্ঠিত হবে। 

পরবর্তীতে, চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে দুইদিনব্যাপী ঈদ মেলার আয়োজন করা হবে, যেখানে থাকবে নানা ধরনের খাবার ও বিভিন্ন পণ্যের ২০০টি স্টল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.