আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ফাঁকা ঢাকা এবং নাশকতার সম্ভাবনা নিয়ে কিছু গুঞ্জন শোনা গেলেও, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "গুঞ্জন সব সময় থাকে, কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং নাশকতার কোনো আশঙ্কা নেই।" তিনি আরও জানান, যদি কোনো সংবাদ পাওয়া যায়, তবে তা প্রতিহত করতে তারা প্রস্তুত।
ভারতের কলকাতায় আওয়ামী লীগ সদস্যদের নাশকতার পরিকল্পনা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে তিনি বলেন, "কলকাতায় যারা রয়েছেন, তারা ক্রিমিনাল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।"
এছাড়া, জাতীয় ঈদগাহ মাঠে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এই ঈদগাহে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। অজুর ব্যবস্থা, খাবার পানি এবং চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া, জায়নামাজ নিয়ে আসার প্রয়োজন নেই, কারণ সবার জন্য কার্পেটের ব্যবস্থা করা হয়েছে।