× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশিয়ান সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশ সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট

০৯ এপ্রিল ২০২৫, ১০:১৫ এএম । আপডেটঃ ০৯ এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়ার সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার ( এপ্রিল) মস্কোর আলেক্সান্ডার গার্ডেনে অবস্থিতটুম্ব অব দ্য আননোন সোলজার’- তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

ফুলেল শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা পরিচালনা করেন রুশ পদাতিক বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ওলেগ সালিউকভ। অনুষ্ঠানে মেট্রোনোমের শব্দে মিনিট নীরবতা পালন করা হয়।

পরে, বাংলাদেশের সামরিক প্রতিনিধিদলের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান প্রদর্শনের অংশ হিসেবে বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৫৪তম আলাদা প্রিওব্রাঝেনস্কি কমান্ড্যান্ট রেজিমেন্টের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যেখানে রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার পতাকা এবং রাষ্ট্রীয় পতাকা বহনকারী দল অংশগ্রহণ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.