× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে মস্কোতে বাংলাদেশ-রাশিয়া বৈঠক

ডেস্ক রিপোর্ট

০৯ এপ্রিল ২০২৫, ১১:৪৭ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ রাশিয়ার সামরিক কর্মকর্তারা উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। উভয়পক্ষ তাদের সেনাবাহিনী জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

মঙ্গলবার ( এপ্রিল) রাতে ঢাকার রুশ দূতাবাস রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানায়।

দূতাবাস জানায়, রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিনের সঙ্গে মস্কোতে একটি সফল বৈঠক করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকে উভয়পক্ষ প্রতিরক্ষা খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে এবং রাশিয়া বাংলাদেশের সেনাবাহিনী জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তাদের সংকল্প ব্যক্ত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকটি উষ্ণ বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.