× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৭২- প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট

০৯ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সোমবার অনুষ্ঠিত বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হামলার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম।

আজ ( এপ্রিল) সকালে এক বিবৃতিতে তিনি তথ্য জানান।

প্রেস সচিব জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সোমবারের বিক্ষোভ কর্মসূচির সময় সহিংসতা, দোকানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

তিনি বলেন, এই হামলা ভাঙচুর জননিরাপত্তা এবং আইনের শাসনের পরিপন্থী। এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলার প্রস্তুতি চলছে।

এছাড়া, পুলিশ সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে জন, গাজীপুরে জন, নারায়ণগঞ্জে জন, কুমিল্লায় জন এবং কক্সবাজারে জন রয়েছেন। এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ৯টি মামলা রুজু হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.