× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তরুণ প্রজন্ম সরকারের অপেক্ষায় বসে থাকবে না- ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

০৯ এপ্রিল ২০২৫, ১৬:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ ( এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে . মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে এবং তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে ব্যবসা করা শুধু দেশেই বিনিয়োগ নয়, বরং এর মাধ্যমে বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া সম্ভব।

. ইউনূস মন্তব্য করেন, "দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো," এবং সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদলানো একটি স্বর্গীয় অনুভূতি। তিনি বলেন, "কার্বন নিঃসরণ বাদ দিয়ে আমরা নতুন সভ্যতা গড়তে পারি," এবং বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী হয়ে উঠেছে।

একপর্যায়ে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কিছু সময় চুপ হয়ে থাকেন। তিনি বলেন, "বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে।" উদাহরণস্বরূপ তিনি বলেন, "একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে।"

প্রধান উপদেষ্টা আরও বলেন, "দরিদ্র জনগোষ্ঠীর উন্নতির ফ্রেমওয়ার্ক তৈরি করা হলে দারিদ্র্য বিমোচন সম্ভব," এবং এই ধরনের সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশ।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন গত এপ্রিল শুরু হলেও আজ ( এপ্রিল) প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.