ভারতের
হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তে যেন বাংলাদেশের রপ্তানি ও বাণিজ্যে কোনো
বিঘ্ন না ঘটে, সে
বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রপ্তানির পরিকল্পনা নিয়েছে।
বৃহস্পতিবার
(১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধের ঘটনায় বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সিভিল অ্যাভিয়েশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠকে বসে বিকল্প ব্যবস্থার পরিকল্পনা করেছে।
উপদেষ্টা
বলেন, “হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত। তবে এতে বড় কোনো সমস্যা
হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছি। পাশাপাশি বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর দিকেও নজর দিচ্ছি।”
তিনি
জানান, সরকার এখন তৃতীয় দেশগুলোয় সরাসরি পণ্য পাঠানোর সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে রপ্তানির গতিশীলতা বজায় থাকে।
এদিকে,
মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার ঘোষণা প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, “এটি বাংলাদেশের জন্য ভালো খবর। এতে সাময়িক সুরক্ষা মিলবে এবং আলোচনার জন্য সময় পাওয়া যাবে। এই সময়ে আমরা
নিজেদের প্রস্তুত করতে পারবো, বাণিজ্যে ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া যাবে।”
তিনি
আরও বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত দুই দেশের মধ্যকার শুল্কসংক্রান্ত জটিলতা সমাধানেও সহায়ক হবে।