× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাদের-তাপস-কামালসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন

ডেস্ক রিপোর্ট

১০ এপ্রিল ২০২৫, ১৬:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই গণহত্যা মামলায় পলাতক ১০ জন আসামির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়।

আজ (১০ এপ্রিল) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। সেই লক্ষ্যে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়ে আইজিপিকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।

রেড নোটিশ চাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ... মোজাম্মেল হক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

এছাড়া আরও রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং প্রধানমন্ত্রীর সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক আইনের আওতায় রেড নোটিশ জারি হলে এসব পলাতক আসামিকে যেকোনো দেশ থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে। বিচার প্রক্রিয়াকে গতিশীল কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.