× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নৌকা ফেলে চূড়ান্ত হল বাংলাদেশ পুলিশের নতুন লোগো

ডেস্ক রিপোর্ট

১১ এপ্রিল ২০২৫, ১২:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পোশাক লোগো পরিবর্তনের বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। এরই মধ্যে নতুন ইউনিফর্মের ট্রায়াল সম্পন্ন হয়েছে। এবার চূড়ান্তভাবে পরিবর্তন হতে যাচ্ছে পুলিশের লোগোও।

গতকাল (১০ এপ্রিল) পুলিশ সদরদফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা আক্তারের স্বাক্ষরিত এক অফিস আদেশে লোগো পরিবর্তনের তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, নতুন মনোগ্রাম/লোগো ইতোমধ্যেই অনুমোদিত হয়েছে এবং শিগগিরই মন্ত্রণালয় থেকে বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন লোগোর বর্ণনায় বলা হয়েছে, এটি হবে পানির ওপর ভাসমান জাতীয় ফুল শাপলাকে কেন্দ্র করে, যার সঙ্গে থাকবে ধান গমের শীষ, এবং পাটপাতার আকৃতির টবে লেখা থাকবে 'পুলিশ' শব্দটি।

এই পরিবর্তনের ফলে পুলিশের বর্তমান লোগো থেকে পালতোলা নৌকা সরিয়ে ফেলা হচ্ছে, যা এতদিন ধরে পুলিশের পরিচয়ের অন্যতম প্রতীক ছিল।

চিঠিতে আরও বলা হয়েছে, নতুন লোগোর প্রজ্ঞাপন জারি হলে দেশের সব জেলা ইউনিটকে তাদের ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্ম এবং অন্যান্য সামগ্রীতে পরিবর্তিত মনোগ্রাম ব্যবহারের নির্দেশনা অনুসরণ করতে হবে।

প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই নতুন লোগোকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.