× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট

১১ এপ্রিল ২০২৫, ১৭:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ (১১ এপ্রিল) বিকেলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল ৫টার দিকে কম্পন অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। কেন্দ্রটি ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ কেউ জানান, হঠাৎ করে ঘরের আসবাবপত্র নড়তে দেখা যায়, আবার কেউ আতঙ্কিত হয়ে খোলা জায়গায় বের হয়ে যান।

অনেকেই নিরাপদ থাকার পরামর্শ দিয়ে পোস্ট করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.