× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইতিহাসের পাতায় লেখা থাকবে ঢাকার ‘মার্চ ফর গাজা- ফিলিস্তিনের রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট

১৩ এপ্রিল ২০২৫, ১০:২৩ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ঢাকায় অনুষ্ঠিত 'মার্চ ফর গাজা' কর্মসূচি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কর্মসূচির প্রতিধ্বনি শোনা যাবে।

গতকাল (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাষ্ট্রদূত বলেন, ঢাকা তার অতুলনীয় আন্তরিকতা দিয়ে বিশ্বকে অভিভূত করেছে। ১২ এপ্রিল যা ঘটেছে, তা ছিল ফিলিস্তিনের প্রতি সংহতির এক অনন্য ঘোষণা, যা সীমান্ত পেরিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের শক্তি মনোবল এক অপ্রতিরোধ্য সত্যের বহিঃপ্রকাশ। দেশের প্রতিটি শ্রেণিনারী-পুরুষ, তরুণ-প্রবীণফিলিস্তিনিদের স্বাধীনতার সংগ্রামে উৎসাহ, শক্তি এবং নৈতিক সমর্থন দিয়ে চলেছে।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ একটি মহান জাতি, যাদের অবস্থান কেবল কথায় নয় বরং নীতিগতভাবে প্রতিষ্ঠিততারা ইতিহাসের সঠিক দিকেই থাকবে, এবং ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে অবিচল থাকবে।

এই জাতি কখনও আপস করবে না সেই নীতির সঙ্গে, যা পৃথিবীর প্রতিটি সম্মানিত আত্মার গভীরে নিহিত। বাংলাদেশের অবস্থান কেবল সমর্থনের নয়, এটা মর্যাদা সংগ্রামেরও প্রতীক।

তিনি বাংলাদেশের জনগণের প্রতি ফিলিস্তিনের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা জানি, বাংলাদেশের মানুষ আমাদের সঙ্গে থাকবে, যতক্ষণ না ফিলিস্তিনিরা তাদের পূর্ণ অধিকার, স্বাধীনতা এবং স্বাধীন ভূখণ্ড ফিরে পায়। আমরা এই ঐতিহাসিক সমর্থন কখনও ভুলব না।

ঢাকার রাজপথেমার্চ ফর গাজা’-তে মানুষের ঢল নিয়ে রাষ্ট্রদূত বলেন, আমরা ঢাকার প্রাণকেন্দ্রে লাল-সবুজের সমুদ্র দেখেছি, যেখান থেকে সাহস, প্রতিবাদ ভালোবাসা জেগে উঠেছে। বাংলাদেশের পতাকা ফিলিস্তিনের পতাকার পাশে সমানতালে উড়েছে। রাজু ভাস্কর্য হয়ে উঠেছে এই সংহতির প্রতীক। হাজার হাজার মানুষশিক্ষার্থী, মা, ইমাম, শিল্পীএক কণ্ঠে আওয়াজ তুলেছেন স্বাধীনতা ন্যায়ের জন্য।

তিনি আরও যোগ করেন,  ঢাকার এই কণ্ঠস্বর থামবে না, যতক্ষণ না ফিলিস্তিন দখলদারিত্ব অবিচার থেকে মুক্ত হয়।

শেষে রাষ্ট্রদূত বলেন,  বাংলাদেশের প্রতিটি ছাত্র, চিত্রশিল্পী, ইমাম সকল প্রতিবাদী কণ্ঠকে ধন্যবাদ। গাজার শরণার্থী শিবির থেকে পশ্চিম তীরের জলপাই গাছ পর্যন্ত আপনারা আমাদের সংহতি পৌঁছে দিয়েছেন। ন্যায়বিচারের প্রতি বিশ্বাস লড়াইকে জীবিত রেখেছেন আপনারা। ফিলিস্তিন-বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। ন্যায়বিচারের জন্য আমাদের যৌথ সংগ্রাম দীর্ঘজীবী হোক।

উল্লেখ্য, গত শনিবার রাজধানী ঢাকায়প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিতমার্চ ফর গাজাকর্মসূচিতে লাখো মানুষ অংশ নেয়। দল-মত নির্বিশেষে মানুষ অংশগ্রহণ করে এই গণজাগরণে, যা হয়ে উঠেছে ফিলিস্তিনের পক্ষে এক ঐতিহাসিক বার্তা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.