ঢাকা
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি মূল মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’-তে অগ্নিসংযোগের ঘটনায়
জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে প্রায় সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে পুলিশ।
আজ
(১৩ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “ঘটনার রহস্য উদঘাটনে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তদন্তে আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। আশা করছি, আগামীকাল পয়লা বৈশাখের শোভাযাত্রার আগেই একটি সুখবর দিতে পারব।”
উল্লেখ্য,
বাংলা নববর্ষ উপলক্ষে চারুকলা অনুষদে তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ ছিল মঙ্গল শোভাযাত্রার অন্যতম প্রধান মোটিফ। তবে কিছুদিন আগে এটি অজ্ঞাত এক ব্যক্তির আগুন
দেওয়ার ঘটনায় আংশিকভাবে পুড়ে যায়, যা সামাজিক ও
সাংস্কৃতিক পরিসরে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।
পুলিশ
জানায়, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও প্রযুক্তি ব্যবহার
করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। অগ্নিসংযোগকারীকে শনাক্ত করতে তারা এখন প্রায় প্রস্তুত।
(বিস্তারিত আসছে...)