× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদচ্যুত হলেন ডিবি প্রধান রেজাউল করিম

ডেস্ক রিপোর্ট

১৩ এপ্রিল ২০২৫, ১৪:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে তার পদ থেকে সরিয়ে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আজ (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। তবে তাকে সরিয়ে নতুন ডিবিপ্রধান হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

এর আগে, ২০২৩ সালের আগস্টের পর প্রায় এক মাস ধরে ডিবিপ্রধানের পদটি শূন্য ছিল। এরপর সেপ্টেম্বর তৎকালীন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

ডিবি প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে রদবদলের সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে প্রশাসনিক স্তরে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.