× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট

১৩ এপ্রিল ২০২৫, ১৪:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর পূর্বাচল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে ভয়াবহ অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ (১৩ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, মামলার সব আসামি বর্তমানে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার অভিযুক্তদের তালিকায় শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক, পারিবারিক এবং প্রশাসনিক ব্যক্তিদের নাম উঠে এসেছে। 

পূর্বাচল প্রকল্পে প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে একাধিক প্লট বরাদ্দ দেওয়ার ঘটনায় এই মামলা দায়ের করা হয়। অভিযোগপত্র অনুযায়ী, শেখ হাসিনার ঘনিষ্ঠতা ব্যবহার করে তার বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি নিজেদের নামে অথবা ঘনিষ্ঠদের নামে এসব প্লট বরাদ্দ নেন। 

এর আগে গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) একই প্রকল্পে অনিয়মের পৃথক এক মামলায় শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। 

এদিকে, মামলার অন্যতম আসামি টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করে, এই মামলার তদন্তের ফলে যুক্তরাজ্যেও টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক অবস্থান বিপন্ন হতে পারে। সংবাদমাধ্যমটি জানায়, পূর্বাচলের প্লট কেলেঙ্কারির পাশাপাশি তার বিরুদ্ধে লন্ডনে একাধিক ফ্ল্যাট সংক্রান্ত দুর্নীতি, মিথ্যাচার এবং রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। 

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী ছিলেন। কিন্তু তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের দেওয়া একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকার বিষয়ে তিনি ২০২২ সালে ডেইলি মেইল-কে মিথ্যা তথ্য দিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

বর্তমানে যদি গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকে এবং টিউলিপ সিদ্দিক আত্মসমর্পণ না করেন, তবে তাকে আন্তর্জাতিক পলাতক আসামি হিসেবে গণ্য করা হতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার তার প্রত্যার্পণের জন্য যুক্তরাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে পারে। 

দুদকের তদন্তে উঠে এসেছে, পূর্বাচলে প্লট বরাদ্দ নিয়ে এক দীর্ঘদিনের অনিয়ম চলছিল। পর্যন্ত অন্তত ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার পরিবারেরই ছয় সদস্য রয়েছেন। 

মামলার পরবর্তী শুনানির দিন ঠিক না হলেও, সংশ্লিষ্ট মহলে এই মামলা ঘিরে ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.