ঢাকা
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বর্ষবরণ ‘আনন্দ শোভাযাত্রা’র প্রধান আকর্ষণ
“ফ্যাসিবাদের মুখাবয়ব” মোটিফটি। পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শ্রম আর সৃজনশীলতায় তৈরি
করা এই প্রতীক আগুনে
ধ্বংস হয়ে যাওয়ায় হতাশা নেমে এসেছে শিল্পী, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক অঙ্গনে।
চারুকলা
অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম আজ (১৩ এপ্রিল) জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত মোটিফটি নতুন করে তৈরির কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীরা দিনরাত এক করে কাজ
করছেন, তবে এত কম সময়ে
আগের মতো একটি বিশাল শিল্পকর্ম গড়ে তোলা আদৌ সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয়
প্রকাশ করেছেন তিনি।
তিনি
বলেন, “শিক্ষার্থীরা পুরোদমে কাজ শুরু করেছে। তারা চেষ্টা করছে, সফল হতে পারবে কি-না সেটা
বলতে পারছি না। ১০ থেকে ১২
দিনের কাজ একদিনে করা প্রায় অসম্ভব।”
শনিবার
রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ
খান সাংবাদিকদের জানান, ‘ফ্যাসিবাদের মুখাবয়ব' প্রতিকৃতি পুনরায় নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে চারুকলার শিল্পীদের ওপর। এ কাজ এখন
শুধুই শিল্পচর্চা নয়, বরং একটি জাতীয় দায়িত্ব হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।
উপাচার্য
বলেন, “আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে বাধা এসেছে। এ ধরনের কাজে
বাধা আসেই, ষড়যন্ত্র থাকে। তবে মানুষের পরিশ্রম আর আল্লাহর ওপর
ভরসা রেখে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাবো, শত্রুর মুখে ছাই দিয়ে। এ কাজে সবার
সহযোগিতা কামনা করছি।”