× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা

ডেস্ক রিপোর্ট

১৩ এপ্রিল ২০২৫, ১৭:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

সারাদেশের মসজিদগুলোতে মুসল্লিদের সুবিধার্থে একই সময়েদুপুর ১টা ৩০ মিনিটেজুমার নামাজ আদায়ের জন্য নির্দেশনা জারি করেছে ইসলামিক ফাউন্ডেশন। আজ (১৩ এপ্রিল) প্রতিষ্ঠানটির মহাপরিচালক . ছালাম খানের স্বাক্ষরিত এক চিঠিতে নির্দেশনা প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ বরকতময় দিন। মহান আল্লাহ বলেন:

হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে।

— (সূরা জুমা, আয়াত: )

জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। দিনে রয়েছে বরকত কল্যাণের বিশেষ মুহূর্ত। তাই দিনটির বিশেষ তাৎপর্য বিবেচনায় রেখে সময়ের ঐক্যতা বজায় রাখা জরুরি।

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করা হয়কোনো মসজিদে দুপুর ১টায়, কোথাও ১টা ৩০ মিনিটে, আবার কোথাও ১টা ৫০ মিনিটে। এই সময়ের তারতম্যের ফলে বিশেষ করে পথচারী সফররত মুসল্লিরা বিভ্রান্তিতে পড়েন এবং নামাজ আদায়ে সমস্যায় পড়েন।

এই বিভ্রান্তি দূর করতে ইসলামিক ফাউন্ডেশন নির্দেশনা দিয়েছে, বিভাগ জেলার সকল মসজিদে প্রতি শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে একযোগে জুমার নামাজ আদায় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.