ছবিঃ সংগৃহীত।
সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানাবিধ দাবি জানিয়ে আসছেন। এসব দাবির বাস্তবায়ন না হওয়ায় তারা আজ (১৭ এপ্রিল) রেলপথ অবরোধের ঘোষণা দেন। তবে আপাতত সকাল ১১টা পর্যন্ত এই কর্মসূচি শিথিল রাখা হয়েছে বলে জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক জুবায়ের পাটোয়ারী।
জুবায়ের
পাটোয়ারী জানান, শিক্ষা মন্ত্রণালয়ে আজ (১৭ এপ্রিল) সকাল ১১টায় তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বৈঠকটি যদি সন্তোষজনকভাবে শেষ হয়, তাহলে রেল অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে। অন্যথায়, ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না এলে তারা
নতুন করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
এর
আগে, গতকাল সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে আজকের এই রেল অবরোধ
কর্মসূচির ঘোষণা দেন জুবায়ের পাটোয়ারী। সেখান থেকে দেওয়া এক বক্তব্যে তিনি
ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, যদি একজন সাধারণ প্রিন্সিপালকে বদলি করতেই সরকারকে সারাদিন সময় লাগে, তাহলে তারা কীভাবে দেশের কারিগরি শিক্ষার কাঠামো সংস্কার করবে বা শিক্ষার্থীদের দাবি
বাস্তবায়ন করবে?
তার
মতে, দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার্থীদের যে বিশাল ভূমিকা
রয়েছে, তা যদি রাষ্ট্র
অস্বীকার করে কিংবা তাদের দাবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাহলে দেশের টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়। তিনি আরও বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত
শুধু ঢাকা নয়, সারা দেশজুড়ে রেলপথ অবরোধ চলবে এবং এর মধ্য দিয়েই
তারা অসহযোগ আন্দোলনের সূচনা করেছেন।
শিক্ষার্থীদের
দাবিগুলোর মধ্যে রয়েছে, শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১.
ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল:
জুনিয়র
ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির হাইকোর্ট রায় বাতিল করতে হবে।
বিতর্কিত
নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল করে নিয়োগবিধি সংশোধন করতে হবে।
সংশ্লিষ্টদের
স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।
২.
মানসম্মত কারিকুলাম ও ইংরেজি মাধ্যম
চালু:
যেকোনো
বয়সে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে
ভর্তি বাতিল করতে হবে।
চার
বছর মেয়াদি উন্নতমানের কারিকুলাম চালু করে তা পর্যায়ক্রমে ইংরেজি
মাধ্যমে পরিচালনার ব্যবস্থা নিতে হবে।
১০ম
গ্রেডে ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার নিশ্চিত:
ডিপ্লোমা
পাসকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ১০ম গ্রেডের পদে অন্যান্যদের নিয়োগ বন্ধ করতে হবে।
নিয়োগবিধি
লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
৪.
প্রশাসনে কারিগরি শিক্ষিতদের অগ্রাধিকার:
কারিগরি
সেক্টরের পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত নিয়োগ নিষিদ্ধ করতে হবে।
এসব
পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।
সকল
শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী
নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
৫.
কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন ও সংস্কার কমিশন:
কারিগরি
শিক্ষার উন্নয়নে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন করতে হবে।
দ্রুত
কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।
৬.
উচ্চশিক্ষার সুযোগ ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়:
পলিটেকনিক
ও মনোটেকনিক শিক্ষার্থীদের জন্য একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
নড়াইল,
নওগাঁ, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ের নির্মাণাধীন
ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ডুয়েটের আওতায় একাডেমিক কার্যক্রম চালু করে শতভাগ সিটে ভর্তি নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh