× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

ডেস্ক রিপোর্ট

১৭ এপ্রিল ২০২৫, ১৩:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রায় ১৫ বছর পর দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনায় বসেছে বাংলাদেশ পাকিস্তান। ফরেন অফিস কনসালটেশন বা এফওসি শীর্ষক এই বৈঠক দুই দেশের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে বিবেচিত হচ্ছে। আজ (১৭ এপ্রিল) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শুরু হয়। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ সকাল ১০টা ২৫ মিনিটে বৈঠকে যোগ দিতে ভবনে প্রবেশ করেন।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এফওসি একটি এমন প্ল্যাটফর্ম যেখানে দুই দেশের মধ্যে চলমান ভবিষ্যৎমুখী সবধরনের বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। এতে কূটনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা সাংস্কৃতিক সব খাতই আলোচনায় উঠে আসে। বিশেষত বাণিজ্য, বিনিয়োগ, আকাশপথে কানেক্টিভিটি, শিক্ষা, প্রতিরক্ষা, কৃষি, মৎস্য খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সার্ক, ওআইসি ডি--এর মতো আঞ্চলিক বহুপাক্ষিক সংস্থার সঙ্গে কার্যকরভাবে অংশীদারিত্ব নিয়েও মতবিনিময় হয়েছে।

এই এফওসি বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট কূটনৈতিকরা, কারণ এটি দুই দেশের মধ্যে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবং সর্বশেষ এই বৈঠক হয়েছিল ২০১০ সালে, ইসলামাবাদে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আবারও আলোচনার টেবিলে বসা থেকেই বোঝা যায়, উভয় দেশ সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে আগ্রহী। এর আগে অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয় ২০০৫ সালে, যা প্রায় দুই দশক আগের ঘটনা।

ঢাকার কূটনৈতিক মহল বলছে, এবারের বৈঠকে পাকিস্তান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ইস্যুতে পারস্পরিক সমন্বয় বাড়াতে একটি যৌথ কমিশন পুনর্বহালের প্রস্তাব দিতে পারে। অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে সাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্যে একটি বিশেষায়িত কর্মসূচির প্রস্তাব তোলা হতে পারে।

তবে বাংলাদেশ একথা স্পষ্ট করে দিয়েছে যে, সম্পর্ক স্বাভাবিকীকরণে আগ্রহ থাকলেও ইতিহাসের দায় এখনও ভুলে যায়নি ঢাকা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর গণহত্যার দায়ে নিঃশর্ত ক্ষমা চাওয়া, যুদ্ধকালীন ক্ষতিপূরণ প্রদান, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভক্ত পাকিস্তানের সময় বাংলাদেশের প্রাপ্য সম্পদের হিস্যা এবং আন্তর্জাতিক সহায়তার অর্থ ফেরত দেওয়াএসব অমীমাংসিত বিষয় এখনও বাংলাদেশ সরকারের দৃষ্টিতে সমান গুরুত্বপূর্ণ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাকিস্তান যতদিন এসব ইস্যুর মীমাংসায় আন্তরিকভাবে এগিয়ে না আসে, ততদিন সম্পর্ক এগিয়ে নেওয়া কঠিন। তার ভাষায়, যতবার তাদের সঙ্গে আলোচনা হবে, ততবার এই বিষয়গুলো উঠবেই। এটা খুবই স্বাভাবিক। আমরা চাই, এসব সমস্যার সমাধান হোক, একটা স্থায়ী অবস্থান পাক তারা।

তিনি আরও বলেন, ৫৪ বছর পেরিয়ে গেলেও পাকিস্তান এসব ইস্যুতে ইতিবাচক অবস্থান নেয়নি। বিশেষ করে আনুষ্ঠানিক ক্ষমা অর্থ পরিশোধে তাদের দ্বিধা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অথচ, তাদের পক্ষ থেকে আন্তরিকতা দেখালে এসব সমস্যার সমাধান বহু আগেই হয়ে যেত।

বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নেবেন দুই দেশের প্রতিনিধি দল। পরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকা পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্র সচিব। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।

দীর্ঘদিনের বিরতি শেষে অনুষ্ঠিত এই এফওসি বৈঠক থেকে নতুন কোনো দিকনির্দেশনা পাওয়া যাবে কি না, কিংবা পুরনো জটিলতার অবসান ঘটিয়ে ভবিষ্যতের পথ কতটা প্রশস্ত হবে, সেটিই এখন কূটনৈতিক অঙ্গনের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.