× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনসিপির দাবির জন্য নির্বাচনে ব্যত্যয় ঘটবে না- পরিবেশ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

১৭ এপ্রিল ২০২৫, ২১:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে রাজনৈতিক দাবির কথা বলছে, তা সম্পূর্ণ তাদের দলের নিজস্ব অবস্থান। এসব দাবি কীভাবে আদায় করা হবে কিংবা নিষ্পত্তি হবে, তা এনসিপির বিষয়। এর সঙ্গে সরকারের নির্বাচন সংক্রান্ত ঘোষণায় কোনো ব্যত্যয় হবে বলে তিনি মনে করেন না।

আজ (১৭ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।

সাংবাদিকরা জানতে চান, সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে নির্বাচনে অংশ না- নিতে পারে বলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য সরকারের নির্বাচন প্রতিশ্রুতিতে প্রভাব ফেলবে কি না।

উত্তরে রিজওয়ানা হাসান বলেন, এনসিপির দাবি তাদের রাজনৈতিক অবস্থান। তারা কী করবে, কীভাবে সিদ্ধান্ত নেবে, সেটা তাদের বিষয়। সরকার নির্বাচন নিয়ে যে ঘোষণা দিয়েছে, তার কোনো ব্যত্যয় ঘটবে বলে আমি মনে করি না।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের সরাসরি কথাবার্তার সুযোগ থাকে না। সরকার নির্বাচনের সময় ঘোষণা করবে, কমিশন সে অনুযায়ী প্রস্তুতি নেবে। এনসিপির এই অবস্থান আমরা আপনাদের মুখ থেকেই জানলাম। কারণ সকাল থেকে আমি মন্ত্রিসভার বৈঠকে ছিলাম। আমি মনে করি না, এই বিষয়টি কেবিনেট আলোচনার কোনো বিষয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.