ছয় দফা দাবিতে আন্দোলনরত দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আজ (১৮ এপ্রিল) জুমার নামাজের পর ‘৮৭ এর কাফন আন্দোলন’-এর মতো কাফনের কাপড় মাথায় বেঁধে সারাদেশে একযোগে গণমিছিলের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
গতকাল (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা এ কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, নিজেদের দাবির পক্ষে এবং বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এই প্রতীকী কর্মসূচি পালন করা হবে।
এর আগে বুধবার (১৬ এপ্রিল) তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরদিন বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়। তবে সচিবালয়ে সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ায় সেই ‘রেলপথ ব্লকেড’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
অন্যদিকে, কুমিল্লায় বিভাগীয় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিলের আয়োজন করা হয়।