× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীতে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল

ডেস্ক রিপোর্ট

১৮ এপ্রিল ২০২৫, ১৪:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজধানীতে বিক্ষোভ করেছে কারিগরি শিক্ষার্থীরা। আজ (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষ থেকে কর্মসূচিটি ঘোষণা করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীসহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে মশাল মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয় নাটকীয় বৈঠকের মাধ্যমে প্রতারণা করেছে এবং কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো:

প্রথমত, হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণা পাওয়া জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। একইসঙ্গে, এই পদবি পরিবর্তন করে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে বিতর্কিতভাবে নিয়োগ পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগবিধি অবিলম্বে সংশোধনের দাবি জানান শিক্ষার্থীরা।

দ্বিতীয়ত, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। একইসঙ্গে উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে, তা পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালুর আহ্বান জানানো হয়েছে।

তৃতীয়ত, উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদটি চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকার কথা থাকলেও, অনেক প্রতিষ্ঠানে তাদেরকে নিম্নপদে নিয়োগ দেওয়া হচ্ছে। এ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

চতুর্থত, কারিগরি সেক্টরের প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে (পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষ ইত্যাদি) কারিগরি শিক্ষা বহির্ভূত ব্যক্তিদের নিয়োগ নিষিদ্ধ করার আহ্বান জানান শিক্ষার্থীরা। এসব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের দাবিও তোলা হয়।

পঞ্চমত, কারিগরি শিক্ষায় বিদ্যমান বৈষম্য দূর করে দক্ষ জনসম্পদ তৈরির লক্ষ্যে ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয়।

শেষ, পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে অস্থায়ী ক্যাম্পাস চালুর মাধ্যমে ১০০% আসনে ডুয়েটের আওতাভুক্ত ভর্তি কার্যক্রম শুরুর দাবি তোলা হয়।

শিক্ষার্থীরা জানান, দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সরকারের প্রতি অনতিবিলম্বে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.