× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহে মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক রিপোর্ট

২৭ এপ্রিল ২০২৫, ১৩:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম ওবায়দুল (২৩), তিনি উপজেলার যাদবপুর সীমান্তবর্তী গ্রাম মধুপুরের বাসিন্দা পেশায় একজন কৃষক।

আজ (২৭ এপ্রিল) সকালে সীমান্তের কাছে মাঠে কাজ করতে যাওয়া কয়েকজন কৃষক ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।

পরিবারের সদস্যদের দাবি, ওবায়দুল শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। তারা অভিযোগ করেন, সীমান্তের ওপারে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে।

তবে বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয় বলে জানিয়েছেন ৫৮ বিজিবির কোম্পানি কমান্ডার (সিও) কর্নেল রফিক। তিনি জানান, ভারতের প্রায় ২০০ গজ ভেতরে একটি মরদেহ পড়ে আছে এমন খবর পেয়েছি। তবে সেটি বাংলাদেশি কি না, এখনই বলা যাচ্ছে না। তিনি আরও জানান, বিএসএফের বরাতে তারা জানতে পেরেছেনভারতীয় পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং যাচাই-বাছাইয়ের পরই বিস্তারিত জানা যাবে।

স্থানীয়রা জানান, রোববার ভোররাতে যাদবপুর সীমান্তের ভারতীয় অংশ থেকে গুলির শব্দ শোনা যায়। পরে সকালে সীমান্তের কাছাকাছি গিয়ে তারা ভারতীয় এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি একজনের মরদেহ পড়ে আছে। তবে সেটি বাংলাদেশি কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.