দেশের বিভিন্ন এলাকায় তাপদাহ চলছে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে ১৯ জেলায় মৃদৃ ও মাঝারী তাপপ্রবাহ হবে।
রোববার (২৭ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সাক্ষর করা পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়, রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিলঞ্জ, মৌলভীবাজার, খুলনা, যশোর ও চুয়াভাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
সোমবারও রংপুর, রাজশাহী, রাজা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বিদুৎ চমকানো বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের আপামাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
মঙ্গলবারও রাজশাহী, ঢাকা, খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে। এ সময় দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বিদুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।