× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোডশেডিং সহনীয় মাত্রায় রাখার চেষ্টা করা হবে- বিদ্যুৎ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

২৭ এপ্রিল ২০২৫, ১৮:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশজুড়ে চলমান লোডশেডিং প্রসঙ্গে বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, লোডশেডিং হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, তবে তা যেন সহনীয় থাকেসে লক্ষ্যে কাজ করছে সরকার। শহর গ্রামউভয় জায়গায় সমানভাবে লোডশেডিং কার্যকর করা হবে বলেও জানান তিনি।

আজ (২৭ এপ্রিল) সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, বর্তমানে প্রতিদিন গড়ে ১৬,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কিন্তু গরমের কারণে শিগগিরই এই চাহিদা বেড়ে ১৮,০০০ মেগাওয়াটে পৌঁছাতে পারে। ভর্তুকির পরিমাণ যাতে না বাড়ে, সে বিবেচনায় কিছু লোডশেডিং প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

গতকাল (২৬ এপ্রিল) বরিশাল খুলনা অঞ্চলে হওয়া গ্রিড বিপর্যয় প্রসঙ্গে তিনি জানান, ঘটনায় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। এই কমিটি বিপর্যয়ের কারণ দায়ীদের চিহ্নিত করবে।

মেট্রোরেল চলাচল বন্ধের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিদ্যুৎ সংকটের কারণে মেট্রোরেল ঘণ্টার জন্য বন্ধ ছিল। এই ঘটনার তদন্তে বুয়েটের অধ্যাপক . শামসুল হককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দেবে।

তিনি আরও বলেন, গ্রিড স্ট্যাবিলিটি রক্ষায় মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং বর্তমানে বিদ্যুৎ সরবরাহে বড় কোনো সংকট নেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.