কাতারভিত্তিক
সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া
এক দীর্ঘ সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
তুলে ধরেছেন রাজনৈতিক পরিস্থিতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, এবং ভারতের সঙ্গে তাঁর আলোচনার নানা দিক। সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয় রোববার, আল
জাজিরার জনপ্রিয় সাংবাদিক নিয়েভ বার্কারের উপস্থাপনায়।
সাক্ষাৎকারে
ড. ইউনূস বলেন, তিনি ভারত সফরে বিমসটেক সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে শেখ হাসিনাকে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে কথা বলেন তিনি। ইউনূস বলেন, আমি মোদিকে অনুরোধ করেছিলাম যেন শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে বলেন। কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা তৈরি করে, দেশের মানুষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এতে আমরা ভোগান্তিতে পড়ি।
তবে
মোদির জবাব ছিল সরাসরি। ইউনূস বলেন, মোদি তাঁকে জানিয়েছেন, ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত। আমি এটি নিয়ন্ত্রণ করতে পারব না।
আল
জাজিরার সাংবাদিক বার্কার তখন প্রশ্ন করেন, শেখ হাসিনা যেহেতু এখনো নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেন এবং ভারত থেকে নিয়মিত বিবৃতি দিচ্ছেন, তাহলে তাঁর এই অবস্থান অন্তর্বর্তী
সরকার কীভাবে দেখছে?
জবাবে
ড. ইউনূস বলেন, আমি মোদিকে স্পষ্ট করে বলেছি—যদি শেখ হাসিনাকে ভারতে রাখতে চান, তাহলে সেটা আপনার ব্যাপার। কিন্তু তিনি যেন কথা না বলেন। তার
বক্তব্য দেশে অস্থিতিশীলতা তৈরি করে।
সূত্র: আল জাজিরা।