× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান’

ডেস্ক রিপোর্ট

২৮ এপ্রিল ২০২৫, ১৩:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস বলেন, মানুষ এখনও মনে করে অন্তর্বর্তী সরকারই তাদের জন্য সবচেয়ে ভালো সমাধান। তারা এখনো বলেনি, এই সরকারকে বিদায় দিন।

রোববার (২৭ এপ্রিল) আল জাজিরা তাদের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করে, যার শিরোনাম ছিল: "Muhammad Yunus: Real Reform or Just a New Ruling Class in Bangladesh?"

সাক্ষাৎকারে আল জাজিরার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের জন্য যে রাজনৈতিক 'মধুচন্দ্রিমা' তৈরি হয়েছিল, সেটি কি এখন শেষ হয়ে গেছে? কারণ, এখনও দেশে পুরোনো ক্ষমতাবানদের প্রভাব রয়েছে, এবং রাজনৈতিক শূন্যতায় নতুন শক্তিগুলো সুযোগ নিতে পারে। লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী সমস্যাযা বাংলাদেশ একা কতটা সামাল দিতে পারবেতাও একটি বড় চ্যালেঞ্জ।

. ইউনূস তার জবাবে বলেন, মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, দেশের মানুষ এখনো বিশ্বাস করে এই সরকার একটি ভালো নির্বাচন আয়োজন করতে সক্ষম। তারা এখনো ক্ষমতা দ্রুত হস্তান্তরের কথা বলছে না। অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল তৎপরতা, রোহিঙ্গা সংকট, এবং আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়েও সরকার স্পষ্ট পরিকল্পনায় এগোচ্ছে। তিনি জানান, নির্বাচন আয়োজনের সময় নির্ভর করবে সংস্কার প্রক্রিয়ার অগ্রগতির ওপর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.