কুমিল্লার
মুরাদনগর ও বরুড়া উপজেলায়
পৃথক বজ্রপাতের ঘটনায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত
হয়েছেন আরও দুজন।
আজ
(২৮ এপ্রিল) সকালে ও দুপুরে এসব
মর্মান্তিক ঘটনা ঘটে।
সকাল
সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়া
নামের দুই কৃষক। জুয়েলের বাড়ি পাশের দেওরা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, ঘটনার সময় তারা মাঠে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে দুজনেই ঘটনাস্থলে প্রাণ হারান।
একই
দিন দুপুর সাড়ে ১২টার দিকে বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতের শিকার হয়ে মারা যায় ফরহাদ হোসেন ও সাইমন হোসেন
নামের দুই শিশু, যাদের বয়স ১২ বছর।
স্থানীয়রা
জানান, দুপুরে তারা মাঠে ঘুড়ি উড়াতে গিয়েছিল। এ সময় বজ্রপাত
হলে তারা গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।