× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেদ্দায় হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা

আন্তর্জাতিক ডেস্ক।

২৯ এপ্রিল ২০২৫, ২০:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশি হজযাত্রীদের প্রথম কাফেলা সৌদি আরবে পৌঁছানোর মধ্য দিয়ে চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয়েছে। আজ (২৯ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে প্রথম হজ ফ্লাইটটি, যাতে ছিলেন ৪১৪ জন বাংলাদেশি হজযাত্রী।

ফ্লাইটটি পৌঁছানোর পর হজযাত্রীদের সৌদি কর্মকর্তারা ফুল চকলেট দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির এবং বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবীসহ সৌদি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন বলে জানানো হয়েছে। হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা . খালিদ হোসেন। গতকাল (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা এবং তাদের উদ্দেশে বলেন, সৌদি আরবে অবস্থানকালে হজযাত্রীদের যেন স্থানীয় আইনকানুন মেনে চলা হয় এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়এমন কোনো কাজ থেকে যেন তারা বিরত থাকেন।

খালিদ হোসেন আরও বলেন, বাংলাদেশি হজযাত্রীরা যেন যৌক্তিক খরচে পবিত্র হজ পালন করতে পারেন, সেজন্য সরকার সচেষ্ট। নিবন্ধন থেকে শুরু করে সব প্রক্রিয়া সহজ করার উদ্যোগও আমরা নিয়েছি। তিনি জানান, আগামী বছর থেকে হজ ব্যবস্থাপনায় আরও বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসবে বলেও সরকার আশাবাদী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.