মিয়ানমারের
রাখাইন রাজ্যে মানবিক করিডর দেওয়ার বিষয়ে বর্তমান অন্তবর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
আজ (৩০ এপ্রিল)
সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, করিডর দেওয়া রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত। কিন্তু এই সরকার জনগণের
ভোটে নির্বাচিত নয়, সংসদের কাছেও তাদের কোনো জবাবদিহিতা নেই।
তিনি
আরও বলেন, এই সরকার রাজনৈতিক
দলগুলোর সমর্থন নিয়ে গঠিত হয়েছে। তাই তাদের উচিত করিডরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সব রাজনৈতিক দলের
সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া।
এই
সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ।
উল্লেখ্য,
গত ২৭ এপ্রিল পররাষ্ট্র
উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, জাতিসংঘ চলতি বছরের প্রথমদিকে রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করে। এ কারণে রাখাইনের
বেসামরিক জনগণের জন্য মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশকে করিডর দেওয়ার অনুরোধ জানায় সংস্থাটি। জাতিসংঘের তত্ত্বাবধানে ও নির্দিষ্ট শর্তসাপেক্ষে
এই করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।