কুষ্টিয়ার
দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা এলাকায় পদ্মা নদীর উপর টর্নেডো সদৃশ একটি বিরল জলঘূর্ণির (ওয়াটারস্পাউট) সৃষ্টি হয়েছে। গতকাল (২৯ এপ্রিল) দুপুর
৩টার দিকে নদীর মাঝখান থেকে ঘূর্ণির ফলে স্তম্ভের মতো সৃষ্ট একরাশ পানি আকাশের দিকে উঠতে দেখা যায়। কিছু সময় পর সেটি মিলিয়ে
যায়।
এই
বিরল দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সাড়া
ফেলে। ১ মিনিট ৫০
সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, নদীর মাঝখান থেকে একটি পানির স্তম্ভ ঘূর্ণির মতো ঘুরতে ঘুরতে আকাশের দিকে উঠে যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত অনেককে আতঙ্কিত হয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে দেখা যায়।
বিষয়টি
নিশ্চিত করতে কুমারখালী ও ঈশ্বরদী আবহাওয়া
অফিসে যোগাযোগ করা হলে কর্মকর্তারা জানান, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমেই ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন, তবে এখনো তাদের কাছে এ নিয়ে কোনো
আনুষ্ঠানিক তথ্য আসেনি।