× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত-পাকিস্তান যুদ্ধ শঙ্কা; নিজেদের প্রস্তুত থাকতে বললেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

৩০ এপ্রিল ২০২৫, ১৬:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে, এমন প্রেক্ষাপটে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস।

আজ (৩০ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত বিমান বাহিনীর বীর উত্তম কে খন্দকার ঘাঁটিতে আয়োজিত বাৎসরিক মহড়াআকাশ বিজয়’- প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি মন্তব্য করেন। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

. ইউনূস বলেন, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আসছে। এই পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী হবে। তবে একইসঙ্গে আমাদের শান্তির পথেও এগোতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় একটি আধুনিক শক্তিশালী বিমান বাহিনী গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে সকালে, রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে . ইউনূস বন্যাকবলিতদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেন। অনুষ্ঠানে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী কুমিল্লার তিন শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পুনর্নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.