× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোহিঙ্গাদের বাদ দিতে কক্সবাজারের ভোটার তালিকা যাচাইয়ের কর্মপন্থা ইসির

ডেক্স রিপোর্ট ।

৩০ এপ্রিল ২০২৫, ১৯:০০ পিএম

ছবি: সংগৃহিত

রোহিঙ্গাদের ভোটার থেকে বাদ দিতে কক্সবাজারের সকল ভোটার তালিকা যাচাইয়ের কর্মপন্থা বসছে ইসি । কক্সবাজারের সব ইউনিয়নে কত রোহিঙ্গা আছে, তা বের করে ভোটার তালিকা থেকে বাদ দিতে  পদক্ষেপ গ্রহন করছে নির্বাচন কমিশন।  এজন্য বুধবার (৩০ এপ্রিল) এ বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে।

ইসির উপ-সচিব (সংস্থাপন) শাহ আলম স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

সভার আলোচ্যসূচিতে বলা হয়েছে, রিট পিটিশন নং ৪৬১৫/২০২৪ এর আদেশ অনুযায়ী কক্সবাজার জেলার সব ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাই করে তালিকায় কোনো রোহিঙ্গা শরণার্থী অন্তর্ভুক্ত থাকলে তা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করা হবে।

সম্প্রতি সিইসি নিজেও গণমাধ্যমকে বলেছেন, কক্সবাজারে ভোটার হালনাগাদ পরিদর্শন করতে গিয়ে জেনেছেন, অনেকেই অসৎ উদ্দেশ্যে ভোটার তালিকায় যুক্ত হচ্ছে। আবার অনেকে দেশের নাগরিক হয়েও রোহিঙ্গা হিসেবে পরিচয় দিচ্ছে রিলিফ পাওয়ার আশায়।

ইসি কর্মকর্তারা বলছেন, কেবল কক্সবাজার নয়, বৃহত্তর চট্টগ্রামের প্রতিটি উপজেলাকে 'বিশেষ এলাকা' হিসেবে ঘোষণা করে পৃথক নীতিমালার আলোকে ভোটার কার্যক্রম পরিচালনা করে ইসি। তারপরও অনেকে এই তালিকায় ঢুকে যান। এর আগেও সময় সময় স্বউদ্যোগে রোহিঙ্গা ধরতে কার্যক্রম হাতে নেয় সংস্থাটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.