× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে- শ্রম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

০১ মে ২০২৫, ১৪:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ (১ মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘মহান মে দিবস’ ও ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।অ্যাঁর‌্যালির উদ্বোধন উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-তে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গত ২০ থেকে ৩০ বছরে শ্রমিকদের বেতন ও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। এমনকি শ্রমিকদের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে আইএলও থেকে বাংলাদেশকে নিষিদ্ধ (ব্যান) করার আশঙ্কাও তৈরি হয়েছিল বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.