× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার নিজেকে বরিশালের মেয়র ঘোষণার দাবী পীর সাহেবের

ডেক্স রিপোর্ট ।

০৩ মে ২০২৫, ১৮:১৭ পিএম । আপডেটঃ ০৩ মে ২০২৫, ১৯:০৮ পিএম

ছবি : সংগৃহিত

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী ও দলটির সিনিয়র সহ-সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “জনতার ও ছাত্র সমাজের আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। মানুষ এখন ন্যায়বিচার চায় এবং বিশ্বাস করে যে আদালত সেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।”

তিনি বলেন, “ইতোমধ্যে চট্টগ্রাম ও ঢাকায় যেসব প্রার্থীরা ন্যায়বিচার পাননি, তারা আদালতে মামলা করে নির্বাচিত হয়েছেন। সেখানকার আদালত দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীকেই মেয়র হিসেবে ঘোষণা করেছে। ঠিক সেই ধারাবাহিকতায় বরিশালের জনগণ, এমনকি আমাদের শ্রদ্ধাভাজন আমিরসহ সবাই আমাকে পরামর্শ ও নির্দেশ দিয়েছেন—আমরাও যদি আদালতে মামলা করি, ইনশাআল্লাহ আমরা ন্যায়বিচার পাব।”

তিনি আরও বলেন, “যদিও আমাদের মামলা করতে কিছুটা দেরি হয়েছে, তবে বিচারকের এখতিয়ারে রয়েছে মামলা গ্রহণ করার। আমি আদালতের প্রতি অনুরোধ জানাই, আমাদের মামলাটি গ্রহণ করে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। আদালত অবশ্যই ইনশাআল্লাহ ন্যায়বিচার করবেন—আমি এই বিশ্বাস রাখি।” জনগণের উদ্দেশে তিনি বলেন, “যারা আগ্রহ নিয়ে আদালতের রায় শোনার অপেক্ষায় রয়েছেন, তাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি—আগামী ৫ তারিখ আপনারা রাস্তায় বের না হন। আদালতকে তার কাজ করার সুযোগ দিন। অপেক্ষা করুন, ইনশাআল্লাহ ন্যায়বিচার হবে।”

তিনি বলেন, “আমি মনে করি, বরিশালেও হাতপাখার প্রার্থীই নির্বাচিত হবেন। এটি জনগণের আকাঙ্ক্ষা ও আশা। তাই আমি দাবি জানাই—চট্টগ্রাম ও ঢাকার মতো আমাকেও মেয়র ঘোষণা করা হোক।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.