প্রধান
নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন
আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। তিনি সাফ জানিয়ে দেন, এবার আর দিনের ভোট
রাতে হওয়ার কোনো সুযোগ নেই।
আজ
(৫ মে) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজিত হয় ভোটার তালিকা
হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচনকে সামনে রেখে।
সিইসি
আরও বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। কমিশনের যেকোনো সিদ্ধান্ত সকল সদস্যের সম্মতিক্রমে নেওয়া হয়—এককভাবে কোনো
সিদ্ধান্ত গ্রহণ করা হয় না।
ঢাকা
দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথগ্রহণ প্রসঙ্গে সিইসি বলেন, এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। এ বিষয়ে নির্বাচন
কমিশনের কিছু করণীয় নেই।