দেশের
স্বাস্থ্যখাতের কাঠামোগত উন্নয়ন ও সেবার মানোন্নয়নের
লক্ষ্যে একটি স্বাধীন ও স্থায়ী স্বাস্থ্য
কমিশন গঠনের প্রস্তাব করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। আজ (৫ মে) বেলা
১১টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের
কাছে জমা দেয়া প্রতিবেদনে এ সুপারিশ করা
হয়।
কমিশনের
প্রতিবেদনে উল্লেখযোগ্য কয়েকটি প্রস্তাব হলো:
সংবিধানে
স্বাস্থ্যসেবা
প্রাথমিক
স্বাস্থ্যসেবাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে তা বিনামূল্যে প্রদানের
সুপারিশ করা হয়েছে।
স্বতন্ত্র
স্বাস্থ্য কাঠামো: ‘বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস’
বর্তমান
বিসিএস (স্বাস্থ্য) কাঠামোর পরিবর্তে ‘বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস’ নামে একটি স্বাধীন সেবা কাঠামো গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। এর সঙ্গে যুক্তভাবে
স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য) গঠনেরও প্রস্তাব রয়েছে।
বাজেট
ও দালাল দমন
সরকারি
হাসপাতালগুলোতে শয্যার ভিত্তিতে নয়, চিকিৎসা গ্রহণকারী রোগীর সংখ্যার ভিত্তিতে বাজেট বরাদ্দ দেয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রস্তাব রয়েছে।
পদোন্নতি
ও ক্যারিয়ার গঠনের পথ
স্বাস্থ্যসেবা,
শিক্ষা ও প্রশাসন—এই
তিনটি ক্যাটাগরিতে উন্নয়ন ও পদোন্নতির সুনির্দিষ্ট
পথ তৈরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিসে’ প্রবেশের সুযোগ রাখার সুপারিশ করা হয়েছে।
জনবল
ও উপস্থিতি
নতুন
চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপনের আগে প্রয়োজনীয় ও দক্ষ জনবল
নিয়োগ এবং কর্মীদের ডিজিটাল হাজিরা ও সরেজমিন তদারকি
বাড়ানোর কথাও বলা হয়েছে।
স্বাস্থ্য
শিক্ষা ও সেবা বিভাগ
পৃথককরণ
চিকিৎসা
প্রতিষ্ঠানগুলোকে একাডেমিক ও সার্ভিস হাসপাতাল
হিসেবে ভাগ করে আলাদা প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
স্বাস্থ্য
সুরক্ষা আইন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ
চিকিৎসক,
স্বাস্থ্যকর্মী ও রোগীদের স্বার্থ
রক্ষায় ভারসাম্যপূর্ণ স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এবং ল্যাবরেটরি মান নিয়ন্ত্রণে রেগুলেটরি কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেয়া হয়েছে।
ফিজিওথেরাপি
বিভাগের সম্প্রসারণ
সব
সরকারি মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল, আইএইচটি এবং জেলা-উপজেলা হাসপাতালগুলোতে ফিজিওথেরাপি বিভাগ এবং ফিজিওথেরাপিস্ট পদের সৃষ্টি প্রস্তাব করেছে কমিশন।
কমিউনিটি
স্বাস্থ্য কেন্দ্র আউটসোর্সিং
গ্রাম
পর্যায়ের কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলোর পরিচালনার দায়িত্ব বেসরকারি সংস্থাকে প্রদান এবং সরকার কর্তৃক শর্তসাপেক্ষ বাজেট বরাদ্দে পরিচালনা করার সুপারিশও করা হয়েছে।