× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদুল আজহা; ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

ডেস্ক রিপোর্ট

০৫ মে ২০২৫, ২১:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। রোববার ( মে) রেলভবনে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঈদের আগে ৩১ মে থেকে জুন পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে ২১ মে থেকে ২৭ মে মধ্যে। প্রতিদিন একদিন পরের যাত্রার টিকিট ছাড়া হবে। যেমন, ২১ মে মিলবে ৩১ মের টিকিট, ২২ মে মিলবে জুনের টিকিটএভাবে ধারাবাহিকভাবে ২৭ মে পর্যন্ত চলবে বিক্রি।

ঈদের ছুটি শেষে যাত্রীদের ফেরার সুবিধার্থে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। সে অনুযায়ী, জুন থেকে ১৫ জুন পর্যন্ত যাত্রার টিকিট সংগ্রহ করা যাবে ৩০ মে থেকে জুনের মধ্যে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে জুনের যাত্রার টিকিট বিক্রির বিষয়টি পরবর্তীতে জানানো হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট ইস্যু করা হবে সকাল ৮টা থেকে, আর পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। তবে এবারের ঈদে যাত্রীদের সব টিকিটই অনলাইনে সংগ্রহ করতে হবে। কোনো ধরণের টিকিট স্টেশনে গিয়ে কিনতে দেওয়া হবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.