আসন্ন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।
রোববার (৪ মে) রেলভবনে
রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ
সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঈদের আগে ৩১ মে থেকে
৬ জুন পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে ২১ মে থেকে
২৭ মে’র মধ্যে।
প্রতিদিন একদিন পরের যাত্রার টিকিট ছাড়া হবে। যেমন, ২১ মে মিলবে
৩১ মের টিকিট, ২২ মে মিলবে
১ জুনের টিকিট—এভাবে ধারাবাহিকভাবে ২৭ মে পর্যন্ত
চলবে বিক্রি।
ঈদের
ছুটি শেষে যাত্রীদের ফেরার সুবিধার্থে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। সে
অনুযায়ী, ৯ জুন থেকে
১৫ জুন পর্যন্ত যাত্রার টিকিট সংগ্রহ করা যাবে ৩০ মে থেকে
৫ জুনের মধ্যে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৭ ও ৮
জুনের যাত্রার টিকিট বিক্রির বিষয়টি পরবর্তীতে জানানো হবে।
রেল
কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট ইস্যু করা হবে সকাল ৮টা থেকে, আর পূর্বাঞ্চলগামী ট্রেনের
টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। তবে এবারের ঈদে যাত্রীদের সব টিকিটই অনলাইনে
সংগ্রহ করতে হবে। কোনো ধরণের টিকিট স্টেশনে গিয়ে কিনতে দেওয়া হবে না।