নারী
বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ঘিরে নানা মহলে তীব্র প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক
মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল
বলেছেন, যেকোনো বড় ধরনের সংস্কার
বা প্রস্তাব রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না।
আজ
(৬ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
তিনি এ কথা বলেন।
সংবাদ
সম্মেলনে এক প্রশ্নের জবাবে
ড. আসিফ নজরুল বলেন, নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব দেওয়া
হয়েছে, তা কোনো সরকারি
সিদ্ধান্ত নয়। দেশের অতীতেও যতগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে, সবক্ষেত্রেই ভিন্ন মত উঠে এসেছে।
এ ক্ষেত্রেও মতভিন্নতা থাকা স্বাভাবিক।
তিনি
আরও বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই মতভেদ শালীনতার সঙ্গেই প্রকাশ করা হয়েছে। তবে কিছু প্রতিক্রিয়া ছিল বিদ্বেষমূলক, আক্রমণাত্মক এবং শুধু নারীদের নয়, গোটা জাতির প্রতি অবমাননাকর। তিনি এই ধরনের প্রতিক্রিয়াকে
অনভিপ্রেত বলে উল্লেখ করেন।
সমাজে
ভিন্নমত থাকবেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, ভিন্নমত ও প্রতিক্রিয়া প্রকাশের
ক্ষেত্রে সহনশীলতা ও শালীনতা বজায়
রাখা সকলের দায়িত্ব।
সংবাদ
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম এবং যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।