× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত-পাকিস্তান দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

০৭ মে ২০২৫, ১৯:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। দুই প্রতিবেশী রাষ্ট্রকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বুধবার ( মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত পাকিস্তানের সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। উত্তেজনা আরও বাড়াতে পারেএমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে দুই দেশকে অনুরোধ জানিয়েছে ঢাকা। একইসঙ্গে বাংলাদেশ আঞ্চলিক শান্তি, সম্প্রীতি স্থিতিশীলতায় বিশ্বাস করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ আশা প্রকাশ করেছে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকট নিরসন হবে এবং শেষ পর্যন্ত দুই দেশের জনগণের মঙ্গলার্থে শান্তি প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের সশস্ত্র বাহিনীঅপারেশন সিঁদুরনামের এক অভিযানে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারত দাবি করে, হামলার লক্ষ্য ছিল পাকিস্তানে অবস্থিতসন্ত্রাসী ঘাঁটিধ্বংস করা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামলায় এখন পর্যন্ত শিশুসহ ২৬ জন নিহত হয়েছেন এবং আরও ৪৬ জন আহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান একটি ড্রোন ভূপাতিত করেছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবরও জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ঘটনার পটভূমিতে রয়েছে ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ এক হামলা, যাতে প্রাণ হারান ২৬ জন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ভারত সরাসরি এর দায় চাপায় পাকিস্তানের ওপর। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং কূটনৈতিক অঙ্গনে নেওয়া হয় নানা পদক্ষেপ। ইরান রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত ভারত দুই সপ্তাহ পর পাকিস্তানে পাল্টা হামলা চালায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.