× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের পুশইন নিয়ে নিরাপত্তা উপদেষ্টার কঠোর বার্তা

ডেস্ক রিপোর্ট

০৭ মে ২০২৫, ২১:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

সীমান্ত দিয়ে বাংলাদেশে ৬৬ জন ভারতীয় নাগরিককে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই ঘটনার পর কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ . খলিলুর রহমান।

আজ ( মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা প্রতিটি কেস আলাদাভাবে পর্যবেক্ষণ করছি। যদি কোনো ব্যক্তি আমাদের দেশের নাগরিক বলে প্রমাণিত হয়, তাহলে তাকে গ্রহণ করা হবে। তবে সেটা হতে হবে ফরমাল চ্যানেলের মাধ্যমে। এভাবে পুশইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তাঁর মতে, এই ধরনের আচরণ আন্তর্জাতিক সীমান্ত নীতিমালার লঙ্ঘন এবং তা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য উদ্বেগজনক।

আজ ( মে) সকালে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পানছড়ি সীমান্ত দিয়ে বিএসএফ ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করে। একই দিন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ৩৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়, যাদের রোহিঙ্গা বলে দাবি করছে বিএসএফ।

রৌমারী উপজেলার শাপলা চত্বর এলাকায় ভ্যানগাড়িতে করে আসা ২৭ জনকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে জামালপুর ৩৫ বিজিবি। পালানোর চেষ্টা করলে আরও দুজনকে আটক করে রৌমারী থানা পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছে ২২ জন পুরুষ, জন নারী শিশু।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, রৌমারী সীমান্ত দিয়ে ভোররাতে মোট ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের পরিচয় যাচাই করে দেখছে বিজিবি।

এদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকা থেকে ১৪ জনকে আটক করে স্থানীয়রা। সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ফজরের নামাজের পর বাজারে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে তাদের বাড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতরা জানান, কয়েক বছর আগে তাঁরা রোহিঙ্গা ক্যাম্প থেকে ভারতে গিয়েছিলেন এবং পরে সেখানকার জেলে বন্দি ছিলেন। সাজা শেষ হওয়ার পর তাদের সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক বলেন, তারা ভারত থেকে এসেছে না অন্য কোথা থেকে, তা যাচাই-বাছাই শেষে নিশ্চিত করে বলা যাবে।

অন্যদিকে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.