মাগুরায়
আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার
রায়ের দিন আগামী ১৭ মে নির্ধারণ
করেছেন আদালত। আজ (১৩ মে) বেলা
১১টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন
দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান
এই দিন ধার্য করেন।
মামলার
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের
যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ
করে আদালতে বক্তব্য তুলে ধরেন। প্রথম দিনের শুনানি শেষ না হওয়ায় মঙ্গলবার
(১৩ মে) পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়। সব পক্ষের যুক্তিতর্ক
উপস্থাপনের পর বিচারক রায়ের
জন্য ১৭ মে দিন
নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের
আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মকুল জানান, মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আজ আদালতে সকাল
থেকেই যুক্তিতর্ক শুরু হয়। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে আসামির বিরুদ্ধে উপস্থাপিত প্রমাণ, সাক্ষ্য এবং জব্দকৃত আলামতের ভিত্তিতে দোষ প্রমাণে তারা দৃঢ় অবস্থান নেন।
এ
মামলায় মোট ২৯ জন সাক্ষী
আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলায় সাতটি জব্দ তালিকা উপস্থাপন করা হয়, যার মধ্যে ১৬ জন সাক্ষী
ছিলেন। এদের মধ্যে ১২ জন আদালতে
সাক্ষ্য দিয়ে সংশ্লিষ্ট জব্দ তালিকাগুলো সত্যায়ন করেছেন। এছাড়া, মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে তিনটি মেডিকেল সার্টিফিকেট উপস্থাপন করা হয়। পাঁচজন চিকিৎসক আদালতে সাক্ষ্য দিয়ে মেডিকেল রিপোর্টে দেওয়া মতামত সমর্থন করেন এবং তাদের স্বাক্ষর শনাক্ত করেন।
রাষ্ট্রপক্ষের
দাবি, এতসব সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে
আসামি হিটু শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন
দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)–এর ধারা ৯(২) অনুযায়ী অভিযোগ
সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।