× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড নয়- চিফ প্রসিকিউটর

ডেস্ক রিপোর্ট

১৩ মে ২০২৫, ১৭:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশেগণহত্যাঘটেছে, তবে এটিজেনোসাইডনয়এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার (১৩ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ম্যাস মার্ডার মানে গণহত্যা, আর জেনোসাইড মানে জাতিগত নির্মূল। জুলাইয়ে বাংলাদেশে যে সহিংসতা হয়েছে, তা গণহত্যা হলেও জাতিগত নির্মূল বা জেনোসাইডের সংজ্ঞার মধ্যে পড়ে না।

এর আগে ১২ মে একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়, যেখানে জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনকেপ্রধান মাস্টারমাইন্ডহিসেবে চিহ্নিত করা হয়। ওই তিনজন হলেনশেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

চিফ প্রসিকিউটর জানান, এই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ উত্থাপিত হয়েছে। এর মধ্যে আজ দুটি জানানো হচ্ছে।

প্রথম অভিযোগটি হলো উসকানিমূলক বক্তব্য কর্মকাণ্ড এবং দ্বিতীয়টি সরাসরি সহিংসতার নির্দেশনা প্রদান। তিনি আরও জানান, এই অভিযোগের পক্ষে শেখ হাসিনার বহু কল রেকর্ড রয়েছে, যেগুলোতে তাকে হত্যা অঙ্গহানির নির্দেশ দিতে শোনা যায়।

চিফ প্রসিকিউটর জানান, আরও তিনটি নির্দিষ্ট ঘটনার ভিত্তিতে নতুন অভিযোগ এসেছে, যেগুলো পরে বিস্তারিত জানানো হবে। তিনি বলেন, সব তথ্য প্রমাণ যাচাই-বাছাই করে উপযুক্ত সময়ে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.