স্ত্রীর
বিদেশ যাত্রায় ইমিগ্রেশনের বাধাকে 'বিব্রতকর' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি জানিয়েছেন, আইন মেনেই বিষয়টি সমাধান করবেন।
মঙ্গলবার
(১৩ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিদেশ যাত্রায় বাধা দেয়। তাদের দাবি, তার বিদেশে যেতে এসবি (বিশেষ শাখা)-র ‘ক্লিয়ারেন্স’ প্রয়োজন।
ঘটনার
বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আন্দালিব
পার্থ বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে ঘটনাটি বিব্রতকর ছিল। ইতোমধ্যে অনেকের সঙ্গে কথা বলেছি। দু-একদিনের মধ্যে
দেখবো এসবি ক্লিয়ারেন্সের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়।
তিনি
আরও বলেন, শেখ হেলালের মেয়ে বলেই তাকে আটকানো হয়েছে বলে মনে হচ্ছে। শুনেছি, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের পর শেখ পরিবারের
সদস্যদের আলাদাভাবে এসবি ক্লিয়ারেন্স নিতে হচ্ছে।
পার্থ
বলেন, শেখ পরিবারের সবাই তো এক না।
তিনি (শাইরা শারমিন) আমার স্ত্রী। আমারও একটি পরিচয় আছে। তিনি তো হাউজওয়াইফ, এমনকি
একবার ধানের শীষে নির্বাচনও করেছেন। সব সময় আমার
সঙ্গে ছিলেন। তাই তার বিরুদ্ধে এমন পদক্ষেপে আমি অবাক।
তিনি
জানান, যেহেতু এখন নতুন নিয়ম এসেছে, সেটি মান্য করে আমি এসবি ক্লিয়ারেন্সের পদ্ধতিটা দেখে নেব। দু-একদিনের মধ্যে
সমাধান না হলে পরে
কী করা যায়, দেখা যাবে।
ইমিগ্রেশন
সূত্র জানায়, শেখ শাইরা শারমিন থাই এয়ারলাইন্সের টিজি৩২২ ফ্লাইটে দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার
জন্য চেক-ইন করেছিলেন। পরে
তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ থামিয়ে দেয় এবং তিনি বিমানবন্দর থেকে ফিরে যান।
প্রসঙ্গত,
শেখ শাইরা শারমিন হচ্ছেন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং বাগেরহাট-২ আসনের সাবেক
সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন।
উল্লেখ্য,
গত ৮ মে মধ্যরাতে
আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশত্যাগ করার পর থেকেই বিমানবন্দরে
আওয়ামী লীগ ও শেখ পরিবারের
সদস্যদের যাত্রা নিয়ে এসবির পক্ষ থেকে বিশেষ নজরদারি শুরু হয়েছে।