× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মত চট্টগ্রামে ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

১৪ মে ২০২৫, ১০:৫৬ এএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে এসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ . মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) সকালে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সফরের শুরুতেই তিনি অংশ নেন চট্টগ্রাম বন্দরের এনসিটি- প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায়। সেখানে বন্দর কর্তৃপক্ষ, জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন বাণিজ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তিনি আলোচনা করেন। চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ সম্ভাবনা, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরসহ চলমান প্রস্তাবিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা করা হবে।

পরে . ইউনূস চট্টগ্রাম সার্কিট হাউসে যাবেন, যেখানে তিনি কর্ণফুলী নদীর উপর নির্মিতব্য কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।

দুপুরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে যোগ দেবেন। অনুষ্ঠানে তাঁকে সম্মানসূচকডি-লিট’ (D.Litt) উপাধিতে ভূষিত করা হবে।

সফরের শেষ প্রান্তে বিকেলে তিনি দীর্ঘ বছর পর হাটহাজারীর বাথুয়া গ্রামে নিজের পৈতৃক বাড়িতে যাবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.