× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের অর্থনীতি পরিবর্তনে চট্টগ্রাম বন্দরই আমাদের মূল ভরসা- ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

১৪ মে ২০২৫, ১৬:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর . মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অর্থনীতির অগ্রগতির মূল চাবিকাঠি চট্টগ্রাম বন্দর। এই বন্দরকে উপেক্ষা করে জাতীয় অর্থনীতিকে নতুন কোনো অধ্যায়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, বন্দরের পথ সুগম হলে অর্থনৈতিক প্রবাহও স্বাভাবিক হবে। অন্যথায় যত প্রচেষ্টাই করা হোক না কেন, কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব নয়।

বুধবার (১৪ মে) চট্টগ্রাম বন্দরের এনসিটি- প্রাঙ্গণে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে . ইউনূস এসব কথা বলেন। তিনি চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করে বলেন, হৃৎপিণ্ড দুর্বল হলে শরীর সচল থাকে না। একে যতই চাপ দেওয়া হোক, রক্ত সঞ্চালন হয় না। তাই এই বন্দরকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে। তখনই দেশের রপ্তানি-আমদানি বাণিজ্যে গতি আসবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দুঃখজনক হলেও সত্যচট্টগ্রাম বন্দরের উন্নয়ন অত্যন্ত ধীরগতির। বিশ্বব্যাপী যখন অগ্রগতি চোখে পড়ছে, তখন এই গুরুত্বপূর্ণ বন্দর কার্যত স্থবির। এই অচলাবস্থার প্রভাব পড়ছে বাণিজ্যে, ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। যানজট, পণ্য খালাসে দীর্ঘসূত্রতা, এমনকি এসব সমস্যার কারণে গুরুত্বপূর্ণ ফ্লাইট মিস হওয়ার ঘটনাও ঘটছে বলে জানান তিনি। তিনি বলেন, এই সমস্যাগুলো নিয়ে অতীতে বহুবার কথা বলেছি, লিখেছিও। এখন যখন দায়িত্বে এসেছি, প্রথম দিন থেকেই পরিবর্তনের পথে কাজ শুরু করেছি।

চট্টগ্রাম সফরের শুরুতেই তিনি চট্টগ্রাম বন্দরে পৌঁছান এবং পরিদর্শন শেষে সার্কিট হাউসে যান। সেখানে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। একইসঙ্গে তিনি চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা সমস্যা এবং অক্সিজেন-হাটহাজারী সড়ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য বরাদ্দ ২৩ একর জমির নিবন্ধিত দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

দুপুরে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। সেখানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পঞ্চম সমাবর্তনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২২ হাজার ৬০০ শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। এছাড়া ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ২২ জন শিক্ষার্থীকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। ক্ষুদ্রঋণ দারিদ্র্য বিমোচনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ . মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করে।

সমাবর্তন শেষে তিনি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে নিজের পৈতৃক বাড়িতে যান। সেখানে সন্ধ্যা ৬টা পর্যন্ত আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী এলাকাবাসীর সঙ্গে সময় কাটান। এরপর সন্ধ্যায় চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.