নিজের
স্বপ্নের মতো একটি বিশ্ব গড়ে তুলতে তরুণ শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ
ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার
(১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে অংশ নিয়ে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ড.
ইউনূস বলেন, “অর্থনীতি বিদ্যার সূচনা হওয়া উচিত মানুষ দিয়ে, ব্যবসা দিয়ে নয়। অর্থনীতির ভিত্তি হতে হবে মানবিকতা ও আত্মনির্ভরতার ওপর।
সমাজের উন্নয়নে ইতিবাচক এবং সামাজিক ব্যবসার ভিত্তিতে নতুন অর্থনৈতিক ধারা গড়ে তুলতে হবে।”
তিনি
আরও বলেন, “সবকিছু থাকা সত্ত্বেও যদি ইচ্ছাশক্তি না থাকে, তবে
অভাব থেকেই যায়। জমি আছে, পানি আছে, চাষও সম্ভব—তবু কেউ করেনি বলে আমরাও করি না। ফসল পেতে হলে কষ্ট করতে হয়।”
তিনি
আক্ষেপ করে বলেন, “ব্যবসা দিয়ে অর্থনীতির যে শুরুটা হলো,
সেটাই আমাকে ভুল পথে নিয়ে গেলো। গৎবাঁধা পথে হাঁটলে সমাজে কোনো পরিবর্তন আসে না।”
সমাবর্তনে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. মুহাম্মদ ইউনূসকে
সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি প্রদান করে। এর আগে বেলা
২টায় তিনি অনুষ্ঠানে যোগ দেন।