× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাহফুজ ভাইয়ের ঘটনায় হতাশ- উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট

১৫ মে ২০২৫, ১১:২০ এএম । আপডেটঃ ১৫ মে ২০২৫, ১১:৩২ এএম

ছবিঃ সংগৃহীত।

তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৪ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “কয়েক ঘণ্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে আমি সত্যিই হতাশ। ভাই তো চাইলে সহজেই বলতেই পারতেন, ‘এটা আমার মন্ত্রণালয়ের বিষয় নয়।কিন্তু তিনি তা করেননি।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “সরকারে আমাদের সবার নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। দাপ্তরিক কাজের বাইরেও অতিরিক্ত বহু দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকতে হয়। তারপরও, ছাত্রদের যেকোনো সমস্যা, আন্দোলনের সমাধান বা যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি। মাঝে মাঝে অন্য মন্ত্রণালয়ের বিষয়েও সেতুবন্ধন গড়ে সমঝোতার চেষ্টা করি।

তিনি যোগ করেন, “আজকের সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনাটিও সরাসরি আমার অফিসিয়াল দায়িত্বের আওতায় পড়ে না। কিন্তু দায়বদ্ধতার জায়গা থেকে আমি উদ্যোগ নিয়েছি।”

এর আগে রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বক্তব্য দিতে গেলে এক শিক্ষার্থী তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল ছুঁড়ে মারেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি কথা শেষ না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.