× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবি ক্যাম্পাস ছেড়েছে ২৫ বাস, কাকরাইল মোড় অবরোধ

জবি প্রতিনিধি

১৫ মে ২০২৫, ১৪:৩৩ পিএম

ছবি : সংবাদ সারাবেলা

চার দফা দাবিতে কেন্দ্রীয়ভাবে চলমান আন্দোলন আরও বেগবান হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে। বৃহস্পতিবার ( ১৫ মে ) সকাল থেকে শত শত শিক্ষক-শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসযোগে কাকরাইল মোড়ে অবস্থান নিতে শুরু করেন। সকাল ৮:৩০ মিনিট থেকে একে একে ২৫টি বাস—যার মধ্যে তিনটি ছিল দোতলা—কাকরাইল মোড়ে এসে পৌঁছায়। এসব বাসে কয়েক হাজার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী আন্দোলনে অংশ নেন। কাকরাইল মোড় এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়ক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

শিক্ষার্থীরা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা—‘আবাসন চাই, বঞ্চনা নয়’, ‘বাজেট কাটছাঁট চলবে না’, ‘হামলার বিচার চাই’—ইত্যাদি দাবি নিয়ে তারা প্রায় ২৪ ঘণ্টা ধরে সেখানে অবস্থান করছেন। অনেক শিক্ষার্থী রাতভর রাস্তায় ঘুমিয়ে সকালেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। 

রসায়ন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, “আমরা বুধবার থেকে একবিন্দু না নড়ে রাস্তায় আছি। কেউ বাসায় ফিরে যায়নি। চারটি ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব।” মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের প্রাক্তন শিক্ষার্থী ও জবি বিএনসিসির সাবেক ইনচার্জ সোহেল রানা বলেন, “আমরা শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যতের জবিয়ানদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। দয়া করে এই আন্দোলনকে রাজনীতির রঙে রাঙাবেন না।”

শিক্ষার্থীদের চার দফা দাবি:

১. বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু

২. জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন

৩. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও দ্রুত বাস্তবায়ন

৪. ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রইস উদ্দিন বলেন, “যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলোর বাস্তবায়নের নিশ্চয়তা না আসবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।”

বুধবার ( ১৪ মে ) বেলা ১১টায় শিক্ষক-শিক্ষার্থীরা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে লং মার্চ শুরু করেন। গুলিস্তান ও মৎস্য ভবন হয়ে কাকরাইল মসজিদের সামনে পৌঁছালে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে পুলিশ তাদের ওপর টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড এবং গরম পানি নিক্ষেপ করে। এরপর লাঠিচার্জে বহু শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিক আহত হন। রাতে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে ব্রিফিং করতে এলে তাঁকে ঘিরে অসন্তোষ তৈরি হয়। শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন এবং এক পর্যায়ে একজন শিক্ষার্থী তাঁর দিকে বোতল ছুড়ে মারেন। উপদেষ্টা বক্তব্য বন্ধ করে এলাকা ত্যাগ করেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলতে দেখা যায়। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান চালিয়ে যাবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.