× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাতা মাথায় আন্দোলনে অনড় জবি শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট

১৫ মে ২০২৫, ১৪:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

তিন দফা দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ (১৫ মে) সকাল থেকে রাজধানীর কাকরাইল এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তাদের অবস্থান চলমান রয়েছে। প্রবল বৃষ্টিতেও থেমে থাকেনি তাদের এই আন্দোলন। কেউ ছাতা মাথায়, কেউ আবার ভিজেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টিভেজা রাস্তায় বসে বা দাঁড়িয়ে দাবি আদায়ের লক্ষ্যে অটল রয়েছেন শিক্ষার্থীরা। কারও মাথায় ছাতা, কারও গায়ে নেই কোনো আচ্ছাদনতবু আন্দোলন থেমে নেই। বিভিন্ন পোস্টার, ব্যানার আর গর্জে ওঠা স্লোগানের মধ্য দিয়েই তারা জানিয়ে দিচ্ছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

তিন দফা দাবির মধ্যে রয়েছে: ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালুর দাবি, প্রস্তাবিত বাজেট কাটছাঁট না করে অনুমোদন, এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প একনেক সভায় অনুমোদনের মাধ্যমে বাস্তবায়ন।

এর আগে, গত মঙ্গলবার (১৩ মে) দুপুরে শিক্ষার্থী শিক্ষক প্রতিনিধিদের একটি দল দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) যায়। কিন্তু সেখানে সন্তোষজনক কোনো আশ্বাস না পাওয়ায় শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করে।লংমার্চ টু যমুনানামের এই কর্মসূচি ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্মজুলাই ঐক্য

শিক্ষার্থীরা জানিয়েছেন, আন্দোলন কোনো দলীয় উদ্দেশ্যে নয়, বরং এটি তাদের শিক্ষা, জীবনযাত্রা এবং মৌলিক অধিকারের দাবিতে গড়ে ওঠা একটি স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এবং সেই দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.